বাবরকে দুর্বল করার চেষ্টা চলছে, দাবি মিসবাহর


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৩


বাবরকে দুর্বল করার চেষ্টা চলছে, দাবি মিসবাহর
বাবর আজম- মিসবাহ-উল-হক

তিন ফরম্যাটেই পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। তার বিরুদ্ধে  ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক কাম কোচ মিসবাহ-উল-হক।


তিনি দাবি করেন, কোনো একটি পক্ষ বাবর আজমের অবস্থান নড়বড়ে করে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত। সেটা হলে আখেরে পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতি হবে, মনে করিয়ে দিলেন মিসবাহ। 


সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিসবাহ বলেন,  ‘ক্রিকেটটা আমার রক্তে। আমি সবসময় ম্যাচ দেখি এবং এটা নিয়ে পড়িও। আমি যা দেখছি, দলে বাবর আজমের অবস্থান দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।’


তিনি মনে করেন, ইদানীং বাবরকে এমন সব প্রশ্নের মুখোমুখি করা হয় যেটা দেখে সহজেই বোঝা যায়, অধিনায়ক হিসেবে তাকে দুর্বল করার চেষ্টা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। 


মিসবাহ আরও বলেন,‘দেখুন তাকে কী ধরনের প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। এসব দেখলেই বোঝা যায় অধিনায়ক হিসেবে তাকে দুর্বল করার চেষ্টা চলছে। আমার ভয় হয়, এটার খুব খারাপ একটা প্রভাব পড়বে ড্রেসিংরুমে। যদি আপনি কাউকে এভাবে চাপে রাখেন, দলেরই ক্ষতি হবে এবং পাকিস্তান ক্রিকেটের জন্য এটা ভালো কিছু নয়।’


জেবি/এসবি