আওয়ামী লীগ ওয়াদা রাখে: শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩১ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১৪ বছরে দেশের যে উন্নতি হয়েছে তা অনেকেই স্বীকার করতে চায় না।
শনিবার (১৪ জানুয়ারি) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ যে ওয়াদা করে তা রাখে। প্রতিশ্রুতি দিয়ে কাজ করা হচ্ছে বলেই জনগণ তার সুফল পাচ্ছে। এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সরকারপ্রধান বলেন, মুখে মুখে দুর্নীতির কথা না বলে তথ্য দিন। সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। তাই মুখে মুখে না বলে আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেও সভায় মন্তব্য করেন শেখ হাসিনা।