পদ্মা সেতুতে ট্রেন চলবে কবে, জানালেন রেলমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৯ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩
আগামী জুন মাস থেকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ রেল স্টেশন এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের ডাবল লাইন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু অতিক্রম করে, আমরা এটি ট্রেন চলাচলের জন্য উপযোগী করতে পারবো। তবে মূল প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত শেষ হবে ২০২৪ সালে। একই সঙ্গে একটি দেশের ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ডাবল লাইন কাজ শেষ হলে প্রতিদিন এই পথে ৫০ বার ট্রেন আসা-যাওয়া করবে। নারায়ণগঞ্জবাসীর সুবিধার জন্য দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করা হবে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, যেহেতু ভাঙ্গা পর্যন্ত আমাদের পুরাতন রেলপথ আছে, আমরা পুরনো রেল লাইনের সঙ্গে এটি যাতে সংযুক্ত করতে পারি, এ কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ আপাতত বন্ধ রয়েছে। তবে দ্রুত কাজ শেষ করে আবারও ট্রেন যোগাযোগ চালু করার চেষ্টা করা হচ্ছে।