অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫:২৯ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩

শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরু করলো বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে আগে ব্যাট করতে নেমে ১৩০ রান করে অস্ট্রেলিয়া।
সেই লক্ষ্য ৩ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে আঁটসাঁট বোলিং করেছে নারী টাইগ্রেসরা। দিশা ও মারুফাদের বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানে
বাংলাদেশের অধিনায়ক দিশা বিশ্বাস ও মারুফা আক্তার পেয়েছেন জোড়া উইকেট। এছাড়া কটি উইকেট শিকার করেছেন রাবেয়া খাতুন। ১৩১ রান তাড়া করতে নেমে শুরুতেই 'গোল্ডেন ডাক' হয়ে ফেরেন টাইগ্রেস ওপেনার মিষ্টি সাহা।
আফিয়া ও দিলারা জুটি দলকে এগিয়ে নেন। দলীয় ৬৬ রানে আউট হওয়ার আগে ৪২ বলে ৪০ রান করেন দিলারা আক্তার। এরপর বেশিক্ষণ টিকতে পারেনি আফিয়া প্রত্যাশাও। ২২ বলে ২৪ রান করেন এই ব্যাটার।
আফিয়া ও দিলারার জুটির পতন হলেও স্বর্ণা আর সুমাইয়ার অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা এবং ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।
জেবি/এসবি