আজ আখেরি মোনাজাত: ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩
গাজীপুরের তুরাগ নদীর তীরে আজ ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এ কারণে রবিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে শীত ও নানা ভোগান্তি উপেক্ষা করে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানমুখী মুসল্লিরা।
রবিবার ফজরের নামাজের পর থেকেই মোনাজাতে অংশ নিতে লাখ লাখ মুসল্লির ঢল নেমেছে তুরাগ তীরের ইজতেমা ময়দান ও এর আশপাশের সড়কগুলোতে।
মানুষের ভিড়ে কুড়িল ফ্লাইওভার, খিলক্ষেত, উত্তরা, জসিমউদ্দীন, আবদুল্লাহপুর, গাজীপুর চৌরাস্তা, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় যান চলাচল শিথিলতা আরোপ করা হয়েছে। যানবাহন না পেয়ে অধিকাংশ মুসল্লি পায়ে হেঁটেই রওনা হয়েছেন।
মোনাজাতে অংশ নিতে ঢাকা ছাড়াও গাজীপুর, নরসিংদী, ভৈরব, সাভার, মানিকগঞ্জ, কালিয়াকৈর, কালীগঞ্জ, শ্রীপুর, কাপাসিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইজতেমা ময়দানে ট্রাক, মাইক্রোবাস, জিপ, কার এবং নৌকাসহ নানা ধরনের যানবাহনে ইজতেমা ময়দানের দিকে ছুটে আসছেন মানুষ। ইজতেমা ময়দানে ঢুকতে না পেরে অনেকে রাস্তায় পাটি বিছিয়ে তাসবিহ-তাহলিল পড়ছেন।
রবিবার বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের।
আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের প্রথম পর্বের (জুবায়েরপন্থি) ইজতেমার সমাপ্তি ঘটবে। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাজের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন।
জেবি/এসবি