রিয়ালের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩


রিয়ালের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা
রিয়ালের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের  মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। 


রবিবার (১৫ জানুয়ারি)  দিবাগত রাত ১টায় রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।


এটি চলতি মৌসুমের  দ্বিতীয় এল-ক্লাসিকো।  আর ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচকে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হয়।


প্রত্থমে সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদের খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ছিল। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। 


অপরদিকে, দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার ম্যাচও গড়ায় টাইব্রেকারে। ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকার পর পেনাল্টি শুটআউটে বেতিসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বার্সা।


জেবি/এসবি