মোনাজাত শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। এর আগে রবিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা ৫৭ মিনিটে শুরু হয় মোনাজাত।
মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত, রহমত প্রার্থনা ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লি আকুতি জানান।
এর মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতের আগে সকালে ফজরের পরপর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান।
ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন গতকাল লাখ লাখ মুসল্লি ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে পার করেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়েছিল: চীনা রাষ্ট্রদূত

শৃঙ্খলা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি

১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার ডিসেম্বরের মধ্যে : চিফ প্রসিকিউটর
