ইজতেমার প্রথম পর্বে প্রাণ গেল ৭ মুসল্লির
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৩
গাজীপুরের তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৭ জন মুসল্লির মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত নানা রোগে তাদের মৃত্যু হইয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) ফজর নামাজের পর থেকে আমবয়ানে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে ইজতেমার প্রথম পর্ব শেষ হয়।
নিহতেরা হলেন, নরসিংদীর মনোহরদী থানার মাসিমপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবি, চট্টগ্রামের রাউজান থানা সদরের আবদুর রশিদের ছেলে আবদুর রাজ্জাক, খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মুফাজ্জল হোসেন খান, মুন্সীগঞ্জের আক্কাস আলী, গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব, সিলেটের নুরুল হক, এবং ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৭১)।
এদিকে, ৪ দিন বিরতির পর আগামী ২০ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। দিল্লির মাওলানা সা’দ অনুসারীরা ২২ জানুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে চলতি বছরের ইজতেমা শেষে করবেন।
জেবি/এসবি