মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৫ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৫ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি জানান, মির্জা আব্বাসকে এভায়কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জা আব্বাসের হার্টবিট অনিয়মিত হচ্ছিল। কাশি, শ্বাসকষ্ট ও মূত্রজনিত সমস্যা বেড়ে গেছে।
তিনি আরও জানান, বর্তমানে মির্জা আব্বাস অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।