মঙ্গলবারের মধ্যে ইজতেমাস্থল ত্যাগ করতে হবে: মোল্যা নজরুল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৩ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৩


মঙ্গলবারের মধ্যে ইজতেমাস্থল ত্যাগ করতে হবে: মোল্যা নজরুল
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম- ছবি: সংগৃহীত

আজ রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার (জুবায়েরপন্থী) প্রথম পর্ব। এদিকে আগামী ২০ জানুয়ারি (শুক্রবার) থেকে দ্বিতীয় পর্বের (সাদপন্থীদের) ইজতেমা শুরু হবে। 


এদিকে ইতেমার মোনাজাত শেষে জরুরি সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেছেন, মঙ্গলবার সকালের ১১টার মধ্যে ইজতেমা ময়দান পুলিশের কাছে বুঝিয়ে দিয়ে প্রথম পর্বের মুরুব্বী-মুসুল্লীর সকলকে ইজতেমাস্থল ত্যাগ করবেন।


তিনি জানান, সিদ্ধান্ত অনুযায়ী আগামী মঙ্গলবার সকালে প্রথম পর্বের আয়োজকরা আমাদের কাছে ঠিকঠাক মতো মাঠ বুঝিয়ে দিয়ে মুসুল্লীসহ সকলে চলে যাবেন। পরে আমরা দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে মাঠ বুঝিয়ে দেব।


সাদপন্থী তাবলীগ সুরা সদস্য মাওলানা ওয়াসিফ বলেন, আমাদের প্রস্তুতি সম্পন্ন। আমাদের কাছে ইজতেমা মাঠ বুঝিয়ে দেয়ার কথা। বুধবার থেকে আমাদের তাবলীগ সাথীরা মাঠে জমায়েত হতে থাকবেন।