রংপুরকে হারিয়ে জয় পেল খুলনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫:৪৪ পূর্বাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল ১৫তম ম্যাচে রংপুরকে হারিয়ে ৯ উইকেটে হারিয়েছে বড় জয় পেয়েছে খুলনা টাইগার্স।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে শুরুতে ব্যাট করে খুলনাকে ১৩০ রানের টার্গেট দিয়েছিল রংপুর।
জয়ের পথে খুলনার অধিনায়ক তামিম ইকবাল ৪৭ বলে ৬০ রান করেন। অপরাজিত তামিমকে শেষ পর্যন্ত সঙ্গ দিয়েছেন মাহমুদুল হাসান জয়। ৪২ বলে ৩৮ রান তুলেছেন এই তরুণ ব্যাটার।
এর আগে ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছিল রংপুর। খুলনার হয়ে একাই চার উইকেট নিয়েছিলেন ওয়াহাব রিয়াজ।
ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলতে পারেননি রংপুরের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন শোয়েব মালিক।
জেব/এসবি