মেসিরা বাংলাদেশে আসছেন কবে, জানাল বাফুফে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬:৪৯ পূর্বাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৩

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল আগামী জুনে বাংলাদেশে পা রাখবে রাখবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাফুফে।
দেশের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আর্জেন্টিনার ঢাকায় আসরা বিষয়টি প্রায় চূড়ান্ত।’ জুনে আসার কথা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের তরফ থেকেই জানানো হয়েছে। এখন বাকি টার্মস অ্যান্ড কন্ডিশনের সমণ্বয়ের।
এর আগে ২০১১ সালে মেসির নেতৃত্বে ঢাকায় এসেছিল আর্জেন্টিনা। সেবার তাদের সঙ্গী হয়েছিল আফ্রিকান জায়ান্ট নাইজেরিয়া। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি ৩-১ গোলে জিতেছিলেন মেসিরা।
জেবি/এসবি