আর্জেন্টিনার সফর নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন বাতিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৩

আর্জেন্টিনার বাংলাদেশ সফরের অগ্রগতি নিয়ে আজ বুধবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এর ২ ঘণ্টা আগে সংবাদ সম্মেলন বাতিলের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাফুফে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অদ্য ১৮-০১-২০২৩ তারিখ বুধবার দুপুর ২:৩০ ঘটিকার বাফুফে'র পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
এর আগে বাংলাদেশে আর্জেন্টিনা দলকে আনার বিষয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয়। এর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম মেসির দল বাংলাদেশে আসছে বলে সংবাদ প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে মেসিদের ঢাকায় আসার বিষয়ে বিস্তারিত বাফুফের পক্ষ থেকে জানানো হবে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়।
জেবি/এসবি