যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:২৮ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৩


যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা
সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচের জয় পেল বাংলাদেশ।  প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে নিশ্চিত করে বিশ্বকাপের সুপার সিক্স। 


বুধবার (১৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে  গ্রুপপর্বের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে প্রত্যাশা-স্বর্ণারা।


খেলার শুরুতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমেছিল যুক্তরাষ্ট্র। তারা উইকেট ধরে খেললেও রান বড় করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলতে পারে ১০৪ রান।


দলটির হয়ে ওপেনার দিশা ডিংগ্রা ২০ রানের ইনিংস খেলেন। তিনে নামা স্নিগ্ধা পাউল সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া ইশানি ১৭ এবং গিতিকা ১৬ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে দিশা বিশ্বাস ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। 


খেলার জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। আফিফা প্রত্যাশা (৭), সুমাইয়া আক্তাররা (১০) এই ম্যাচে বড় সংগ্রহ পাননি। দিলারা আক্তার তিনে নেমে ১৭ করে ফিরে যান। স্বর্ণা আক্তার ২২ রানে আউট হন। এরপর রেবেকা খান ১৮ রান ও মিষ্টি শাহা ১৪ রান করে দলকে জয়ের বন্দরে ভেড়ান।


জেবি/এসবি