সংগ্রামে বিএনপি জয়ী হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৩

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শিগগিরই জয়ী হবে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শেরেবাংলা নগরস্থ জিয়ার মাজারে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, সমগ্র জাতি আবারও অন্ধকারে নিমজ্জিত। আওয়ামী লীগের একদলীয় শাসন প্রতিষ্ঠার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে।
জিয়াউর রহমান দেশের সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, জিয়া ক্ষণজন্মা মানুষ ছিলেন। স্বাধীনতাযুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন।
ফখরুলের সঙ্গে ঢাকার বিএনপির অনেক নেতাকর্মী জিয়াউর রহমানের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করেন।