রাতে মেসি-রোনালদোর ফুটবল মহারণ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৪২ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৩


রাতে মেসি-রোনালদোর ফুটবল মহারণ
ক্রিস্টিয়ানো রোনালদো - লিওনেল মেসি

ফের লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখার মিলছে ফুতবলভক্তরা। তারা ক্লব পর্যায়ে প্রীতি ম্যাচে হচ্ছেন।


বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায় রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াদ একাদশ-পিএসজি।


চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসেরে যাওয়া রোনালদোর অভিষেক হতে যাচ্ছে আজ। দুই বছরেরও বেশি সময়ের পরমুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার। 


এর আগে তারা সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে, চ্যাম্পিয়ন্স লিগে খেলেছি। আল নাসের চ্যাম্পিয়ন্স লিগে না থাকার কারণে মূলত মেসির সঙ্গে রোনালদোর মুখোমুখি লড়াই কার্যত বন্ধ। প্রীতি ম্যাচের কারণে এত বছর পর দুই মহাতারকার লড়াই ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।


জেবি/এসবি