‘কথা কবিতায় আবৃত্তিপ্রেমীর আড্ডা’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৫ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৩


‘কথা কবিতায় আবৃত্তিপ্রেমীর আড্ডা’
‘কথা কবিতায় আবৃত্তিপ্রেমীর আড্ডা’

‘কথা কবিতায় আবৃত্তিপ্রেমী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আবৃত্তিপ্রেমী সংগঠনটির মাসিক আড্ডা অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। 


জাতীয় নাট্যশালা ভবনের ৩ নং কক্ষে অনুষ্ঠিত হবে আবৃত্তি কুইজ প্রতিযোগিতা ও আড্ডা। আবৃত্তি কুইজ প্রতিযোগিতার বিজয়ী প্রথম ১০ জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।  


২০১৭ সালে প্রতিষ্ঠিত আবৃত্তিপ্রেমী সংগঠনটির নিয়মিত সদস্য সংখ‍্যা ২ লাখ ২৮ হাজার। ফেসবুক গ্রুপের সদস্যদের যে কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। 


নারী বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণা রহমান থাকবেন এবারের আড্ডার মধ্যমণি। আড্ডাটি পরিচালনা করবেন বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক ও উপস্থাপক গাউছুল আজম গাউস। 


কুইজ প্রতিযোগিতা ছাড়াও বীর মুক্তিযোদ্ধার রনাঙ্গনের স্মৃতিচারণ, আবৃত্তি শিল্পী মজুমদার বিপ্লবের আবৃত্তি, সঙ্গীত ও নবীণ বাচিক শিল্পীদের পরিচিত পর্ব থাকবে এবারের আড্ডায়। 


‘আবৃত্তি উৎসব ও মিলনমেলা’ সফলভাবে সম্পন্ন করার পর নতুন বছরে  আবৃত্তি সংগঠন ‘আবৃত্তিপ্রেমী’  আয়োজন করছে ‘কথা কবিতায় আবৃত্তিপ্রেমী আড্ডা’ অনুষ্ঠান। 


আবৃত্তিপ্রেমী পরিচালনা পরিষদের পক্ষ থেকে আবৃত্তিপ্রেমী আড্ডাতে অংশগ্রহণ করার জন্য আবৃত্তিশিল্পীদের আমন্ত্রণ জানিয়েছেন।