হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ড্যান ক্রিশ্চিয়ান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৫৭ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩

ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ান। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০টি ওয়ানডে আর ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। কিন্তু ক্রিশ্চিয়ানের মূল পরিচিতিটা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলেই।
নিজের দেশের বিগ ব্যাশ ছাড়াও আইপিএল থেকে শুরু করে পিএসএল, সিপিএলেও অনেক ম্যাচ খেলেছেন ক্রিশ্চিয়ান। সবমিলিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তার ম্যাচের সংখ্যা ৪০৫টি।
শনিবার (২১ জানুয়ারি) ৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ান ক্ষুদ্র ব্লগ সাইট টুইটারে লেখেন, 'গতকাল অনুশীলনের সময় সতীর্থদের বলেছি, আমি বিগ ব্যাশের চলতি মৌসুমের পর খেলা থেকে অবসর নেব। আশা করি, আমরা আবারও চ্যাম্পিয়ন হতে পারব। দারুণ একটি সফর ছিল। আমি অনেক কিছু অর্জন করেছি, অনেক স্মৃতি জমা হয়েছে―ছোটবেলায় যা ছিল কেবলই স্বপ্ন।'
বর্তমানে সিডনি সিক্সার্সের হয়ে খেলা ড্যান ক্রিশ্চিয়ান টি-টোয়েন্টিতে ৪০৫ ম্যাচ খেলে করেছেন ৫৮০৯ রান, সঙ্গে আছে ২৮০ উইকেট।
জেবি/এসবি