আরবের বর্ষসেরা ক্রীড়াবিদ মরক্কোর হাকিমি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:২৯ পূর্বাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৩


আরবের বর্ষসেরা ক্রীড়াবিদ মরক্কোর হাকিমি
আশরাফ হাকিমি

কাতার বিশ্বকাপে চমক দেখিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে খেলেছে মরক্কো। দেশটির দুর্দান্ত ফুটবলের পেছনে বড় ভূমিকা রাখেন দলটির তারকা ফুটবলার আশরাফ হাকিমি।


বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাধে আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরষ্কার পেয়েছেন হাকিমি। গত বছর পারফরম্যান্সে আরব দেশগুলোর অন্য ক্রীড়াবিদদের ছাপিয়ে গেছেন তিনি।


শনিবার (২২ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় ‘জয় অ্যাওয়ার্ড সেরেমনি’। মায়ের সঙ্গে সেখানে হাজির হয়েছিলেন হাকিমি।


তিনি বলেন, 'আসসালাম আলাইকুমু, এখানে এসে সত্যিই আমি খুশি। সৌদি আরব একটি বিশেষ দেশ। মায়ের সঙ্গে এখানে থাকতে পেরে আমি সত্যিই খুশি। তিনি আমার পাশে আছেন। পিএসজি এবং আমার দেশ মরক্কোকেও পাশে থাকার জন্য ধন্যবাদ। এখানে এসে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।'


জেবি/এসবি