‘পুলিশ অফিসার মুশফিকের ছেলে’


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:০২ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩


‘পুলিশ অফিসার মুশফিকের ছেলে’
জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ছেলে শাহরুজ রহিম মায়ান

জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের একমাত্র ছেলে শাহরুজ রহিম মায়ান পুলিশে অফিসার হয়েছে। তার বয়স মাত্র ৫। আর এই বয়সেই পুলিশ অফিসার হয়ে গেছে সে! ব্যাপারটা অনেকের কাছে তাজ্জব লাগলেও আসলে এটা বাস্তব নয়। 


সোমবার (২৩ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পুত্র শাহরুজ রহিম মায়ানকে নিয়ে একটি পোস্ট করেন মুশফিক। যেখানে ছবিতে দেখা যায়, পুলিশের ড্রেস পরে হাতে ওয়াকিটকি নিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট মায়ান। 


ছবির ক্যাপশনে পুত্রের পক্ষ নিয়ে বাবা মুশফিক লেখেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। শহরের নতুন পুলিশ অফিসার।’