মায়ের সঙ্গে পুরস্কার ভাগাভাগি করলেন ফুটবলার হাকিমি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:২০ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩


মায়ের সঙ্গে পুরস্কার ভাগাভাগি করলেন ফুটবলার হাকিমি
আশরাফ হাকিমি ও তার মা

মরক্কো কাতার বিশ্বকাপে ইতিহাস গড়েছিল। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল তারা। 


মরক্কো দলের অন্যতম তারকা আশরাফ হাকিমি। তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এমনকি ম্যাচ শেষে গ্যালারিতে মায়ের সঙ্গে হাকিমির আলিঙ্গনও সবার দৃষ্টি কেড়েছে। বিষয়টি ইতমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে।


বিশ্বকাপে উন্নতি করায় আশরাফ হাকিমি এবার দারুণ এক পুরস্কার হাতে তুললেন। সৌদি আরবের রিয়াদে স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে সেরা আরব খেলোয়াড় হিসেবে বিবেচিত করা হয়।


পুরস্কার নিতে পোডিয়ামে আসার সময় তারকা ডিফেন্ডার হাকিমির এবারের সঙ্গীও ছিলেন তার মা। যেখানে তিনি তার মরক্কো, পিএসজি সতীর্থদের সঙ্গে মায়ের প্রতিও কৃতজ্ঞতা জানান।


সাবেক রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান তারকা ফরাসি চ্যাম্পিয়নদের হয়েও দারুণ সময় কাটাচ্ছেন। আর বিশ্বকাপে তো তার দারুণ ভূমিকাতেই শেষ চারে ওঠে মরক্কো।