৩শ’ আসনে ইভিএম চায় আ. লীগ: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৩ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম চায়।
সোমবার (২৩ জানুয়ারি) মিরপুর-১০ নম্বর গোলচত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম চায়। নির্বাচন কমিশন সামর্থ্য অনুযায়ী ইভিএম দিতে পারে দিবে, তা নিয়ে আপত্তি নেই।
তিনি বলেন, কমিশনের ওপর কোনও চাপ নেই। তাদের যদি মনে হয় তারা ৩০০ আসনেই ইভিএম দিবে তাহলে দিবে। তারা যেটা ভালো মনে করবে সেটা করবে।
ঢাকা মহানগর উত্তর আ. লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।