যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৩

দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) প্রশাসন জাহিদুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
জিএম জাহিদুল বা বারী জানান, রাতে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের রি-ফর্মারে বিকট শব্দে আগুন ধরে যায়। এতে বেশ কয়েকটি ভাল্ব লিকেজ হয়ে যাওয়ায় সারের উৎপাদন বন্ধ হয়ে যায়। প্ল্যান্টটি মেরামত করতে কমপক্ষে ৩ দিন সময় লাগবে।
এর আগে, গতকাল সোমবার (২৩ জানুয়ারি) রাত ১১টা থেকে এ কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
জেবি/এসবি