ফুলবাড়িয়া হাসপাতাল

সিজারিয়ান অপারেশনে মানুষের মুখে হাসি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৯ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৩


সিজারিয়ান অপারেশনে মানুষের মুখে হাসি
সিজারিয়ান অপারেশনে জন্ম নেওয়া শিশুরা ডাক্তারদের কোলে- ছবি: জনবাণী

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে সিজারিয়ান অপারেশন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে দুইটি সিজারিয়ান অপারেশন হয়েছে। এদিকে নবজাতক ও মা উভয়ই সুস্থ আছেন।


অপারেশন টিমে ছিলেন কনসালটেন্ট গাইনি এন্ড অব্স ডা. খাদিজা সিদ্দিক সুইটি, কনসালটেন্ট এনেসথেসিয়া ডা. মো. মমিনুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম রেজা, ডা. আনিয়া সুলআনা, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ উপস্থিত ছিলেন। 


ডা. খাদিজা সিদ্দিক সুইটি বলেন, আমার খুব আনন্দ লাগছে আমার বাড়ি ফুলবাড়িয়া উপজেলায় এলাকার মানুষের সার্বিক সহযোগিতা করতে পারছি এজন্য আমি খুব আনন্দিত।


ডা. মো. মমিনুল ইসলাম বলেন, আমাদের কোন কৃপণতা নেই। যেকোনো জেনারেল অপারেশন আসবে আমরা সব সময় প্রস্তুত আছি।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, এই অপারেশনের সবকিছুরই অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমরা তার দিক নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছি। এখন আর ময়মনসিংহ শহরের দালালের খপ্পরে পড়তে হবে না। ফুলবাড়িয়া হাসপাতালে সব জেনারেল অপারেশন চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের কারণেই দেশের স্বাস্থ্য খাতে আজ এত উন্নতি। আগামী দিনে এই সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে।


আরএক্স/