কার্গো জাহাজ ডুবে ১৮ জন নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৩
জাপানে কাঠ বহনকারী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা। বুধবার (২৫ জানুয়ারি) এ দুর্ঘটনায় জাহাজটির ১৮ ক্রু নিখোঁজ রয়েছেন।
কোস্টগার্ডের দেওয়া তথ্য অনূসারে, উপকূলরক্ষীরা দক্ষিণ কোরিয়া এবং জাপানের জলসীমায় অনুসন্ধান অভিযান চালাচ্ছে।
কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, উপকূলে ৬ হাজার ৫৫১ টন ওজনের 'জিনটিয়ান' ডুবে যাওয়ার পরে চার ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের সবাই চীনের নাগরিক।
কিয়োডো নিউজ এজেন্সি জানায়, জাহাজের ক্যাপ্টেন শেষবার দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের উপকূলরক্ষীর সাথে স্যাটেলাইট ফোনের মাধ্যমে বুধবার স্থানীয় সময় ২টা ৪১ মিনিটে যোগাযোগ করেন।
ইয়ানহাপ বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছালে জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। ক্রুরা তিনটি লাইফ র্যাফট এবং দুটি লাইফবোটে কাউকে খুঁজে পায়নি।