আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় জেনসেন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৩৯ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৩


আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় জেনসেন
জেনসেন

দক্ষিণ আফ্রিকার হয়ে ২০২১ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মার্কো জেনসেনের। এরপর থেকেই দুর্দান্ত সময় কাটিয়েছেন এই প্রোটিয়া পেসার।


২২ বছর বয়সী এ  তরুণী পেসার ওই বছর ওয়ানডেতে ২ দুটি ও টি-টোয়েন্টিতে একটি উইকেটের পাশাপাশি লাল বলে ৩৬ উইকেট নেন।


দারুণ ফর্মে থাকার পুরস্কারও পেলেন এই পেসার। জিতে নিলেন আইসিসির বর্ষসেরা ইমার্জিং (তরুণ) ক্রিকেটারের  খেতাব।


ইতোমধ্যে সাউথ আফ্রিকা জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন জেনসেন। 


ভারতের আর্শদীপ সিং, নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে  পেছনে ফেলে ইসিসির পুরস্কার জিতেছেন ৪৪ উইকেট নেওয়া এই পেসার। ২০২২ সালে ১৩ দশমিক ৫০ গড়ে ১৪ উইকেট নিয়েছেন জেনসেন।


জেবি/এসবি