বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৪ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৩
বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা ৫৩ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় এ তথ্য জানা গেছে।
এসময় বাতাসের মান ছিল ১৮৫। সেই হিসেবে ঢাকাকে দ্বিতীয় রাখা হয়েছে। এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
এছাড়া একই সময়ে একিউআই স্কোর ২১৬ নিয়ে শীর্ষে পাকিস্তানের লাহর এবং তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি।
তথ্যমতে, যদি একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকে তাহলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০ মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’এবং স্কোর যদি ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যাববাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করেছেন বিশেষজ্ঞরা।
জেবি/এসবি