আর্জেন্টিনার বিদায়, অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:১৪ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৩

অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে উড়ছে ব্রাজিল। সবশেষ প্যারাগুয়েকে হারিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ব্রাজিদলটি। অন্যদিকে বাঁচা-মরার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।
গ্রুপপর্বের শেষ ম্যাচে শুক্রবার (২৭ জানুয়ারি) ব্রাজিলের বিপক্ষে ২২তম মিনিটে কেভিন পেরেইরার গোলে প্যারাগুয়ে প্রথমে এগিয়ে যায়।
তবে ৮মিনিট পর স্তেনিও -এর গোলে সমতায় ফিরে ব্রাজিল। আর বিরতির পর ৫৫তম মিনিটে গোল করে দলটির জয় নিশ্চিত করেন রোনাল্দ ফালকোসকি।
একইদিনে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমে ১-০ গোল ব্যবধানে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। কলম্বিয়ার হয়ে গোলটি করেন জুয়ান্দা ফুয়েন্তেস। গ্রুপপর্বে ৪ ম্যাচের ৩টিতেই হেরে আসর শেষ করে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।
জেবি/এসবি