আমরা উন্নত দেশের মত আইনশৃঙ্খলা পরিস্থিতি চাই: আশরাফ হোসাইন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫০ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৩


আমরা উন্নত দেশের মত আইনশৃঙ্খলা পরিস্থিতি চাই: আশরাফ হোসাইন
আইনশৃংখলা সভা

ময়মনসিংহ সদর উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত।  


রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে সদর পরিষদ সম্মেলন কক্ষে  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। উক্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)এইচএম ইবনে মিজান,কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ,আনন্দমোহন কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ আল মাহমুদ ,মেডিকেল অফিসার ডাঃতাজরীন শামস খান,অষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক,আনসার ভিডিপি আবু রায়হান।


 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাফিজুর রহমান শাহিন, আফরোজা হক কলি, উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সমাজসেবা অফিসার মাকসুদা খাতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইন্সপেক্টর কবিরুল হাসানসহ ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেন, আমরা উন্নত দেশের মত আইনশৃঙ্খলা পরিস্থিতি চাই কিন্তু নিজের সামনে একটি অপরাধ সংগঠিত হলেও অনেক সময় পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করি না। জনগণের সহযোগিতা ছাড়া শুধু একা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সার্বিক ভাবে অপরাধ দমন সম্ভব নয়।পুলিশ জনগণের দূরত্ব হ্রাস, সম্প্রতি এবং জনসেবাকে নিশ্চিত করা।অফিসার ইনচার্জ মহোদয় খুবই আন্তরিক।আইনশৃঙ্খলা শক্ত হাতে দমন করেছেন।সিটিতে এখন অটোরিকশা যন্ত্রণাদায়ক হয়ে দারিয়েছে।অটোরিক্সার কারণে শহরের যানজট সৃষ্টি হয়েছে। 


অফিসার ইনচার্জ (ওসি)শাহ কামাল আকন্দ বলেন, ময়মনসিংহ সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। কারণ একাধিকবার আইন-শৃঙ্খলায় সদরে প্রথম স্থান লাভ করেছে।বিট পুলিশিংয়ের মাধ্যমেই সম্ভব উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি করা।আপনাদের সার্বিক সহযোগিতায় সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আপনাদের যেকোন সমস্যা ৯৯৯ ফোন করুন। 


আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সকলের সহযোগিতার মাধ্যমে  আইনশৃঙ্খলা জিরো টলারেন্স নেয়া সম্ভব । তাহলে আমার দৃঢ় বিশ্বাস, আইনশৃঙ্খলার উন্নতি হবে এবং ধর্মীয় শান্তি, অনুভূতি, সহমর্মিতা বেঁচে থাকবে।যানজটমুক্ত করার জন্য অতিসত্বর অভিযানে নামবো। 


আরএক্স/