মা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:১৬ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৩


মা
ছবি: জনবাণী

যেদিন প্রথম তুমি নিয়ে ছিলে মাগো আমায় কোলে তুলে,

ভালোবাসি তোমায় মাগো যাবো না কখনো তোমায় ভুলে।

তোমার হাতের ওই কোমল স্পর্শ আমায় আগলে রাখে

তোমার ছায়া সর্বদা আমার সাথে থাকে।

গুটি গুটি পায়ে পায়ে খোকন হাঁটতে শেখে

মা আমার হেঁসে হেঁসে হাটি হাটি দেখে।

খোকন ভয়ে ভয়ে গুটি গুটি পা ফেলে

মা খুশিতে থাকে কৌতূহলে।

দিন কয়েক পরে খোকন কথা বলতে শেখে

কত কথা বলে খোকন সারাদিন রাতে।

মা আমার বসে বসে সারাদিন ভাবে

খোকন আমার কবে বড় হবে,

নিজ হাতে খেতে পারে না খোকা।

মা বলে তুই কি করবি রে বোকা?

যখন আমি থাকব না আলো যাবে নিভে

খোকা আমার বড়ই অবুঝ সঙ্গ কে তার দিবে?


লেখিকা : শারিকা আক্তার।

শিক্ষা প্রতিষ্ঠান : পূর্ব মল্লিকপুর মহিলা ডিগ্রি কলেজ।

শ্রেণি : দ্বাদশ।