ফরাসি ডিফেন্ডারকে দলে টানল চেলসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৩

চেলসি এবার নতুন আরেকজন খেলোয়াড়কে চুক্তিভুক্ত করেছে। রবিবার (৩০ জানুয়ারি) ফ্রান্সের ক্লাব লিঁও থেকে ১৯ বছর বয়সী ফ্রারাসি মালো গাস্তুকে কিনেছে ইংলিশ ক্লাবটি।
এক বিবৃতিতে চলসি জানায়, তাদের সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছেন গাস্তু। চলতি মৌসুমের বাকি সময়টা অবশ্য লিঁওতেই কাটাবেন এই খেলোয়াড়।
তাকে দলে টানতে চেলসিকে তিন কোটি ৫০ লাখ ইউরো গুনেছে হয়েছে বলে জানা গেছে।
লিওঁর একাডেমি থেকে উঠে এসেছে গাস্তু। তার সিনিয়র দলে অভিষেক হয় ২০২১ সালে। এই মৌসুমে লিগ ওয়ানের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি ম্যাচ খেলেছেন তিনি।
মালো গাস্তুসহ জানুয়ারিতে মোট ৭ জন খেলোয়াড় দলে কিনেছে চেলসি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দশম স্থানে আছে গ্রাহাম পটারের দল।
জেবি/এসবি