শোভা
সাইফুল বারী
প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৩
যমুনার জলে হাবুডুবু মন
সকাল-সন্ধ্যে সারাটি ক্ষণ।
কিবা করি হায়!
আহা প্রাণ যায়...
রক্তজবার ঘ্রাণে।
কুয়াশায় ভিজে মিছেমিছি সুখ,
তবুও কী দোষ! আশাহত বুক।
দুরন্ত হাওয়ায় খুঁজি চেনা সুর,
মোহনায় মিলন! আর কত দূর?
পথহারা পথিক
দূরত্ব অধিক।
শেষটা কে জানে...?
পরভৃত ডানায় ওড়ে সুখ ঘ্রাণ
উজানে কাতর নাবিকের প্রাণ।
জোছনা ধোয়া রূপকলি শোভা,
টলমলে রূপ; যেন মনোলোভা।
বৃন্দাবনের পথে...
প্রেমলীলা রথে
বাঁশরী যায় হেঁটে।
শিশিরের বুকে মৃদু আলোর খেলা
ঢেউয়ে দোলে তেজপাতার ভেলা।
জীর্ণ হৃদয়ে ঝরে তিক্ত নোনাজল
পাথুরে ঘাটে রয় প্রেমে দোলাচল।
অভিমানী মন...
মেঘে ঢাকে বন
শশীর বুক কেটে।
লাল কালো নীলে বয় অমৃত সুধা,
হিরন্ময় চোখে খেলা করে ক্ষুধা।