ভিসা জটিলতা, ভারতে যেতে পারলেন না খাজা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৫১ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৩


ভিসা জটিলতা, ভারতে যেতে পারলেন না খাজা
উসমান খাজা

ভিসা জটিলতার কারণে ভারতে বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে ভারত যেতে পারলেন না খাজা। দুই ভাগে ভাগ হয়ে দেশ দুই ভাগে ভাগ হয়ে দেশ ছেড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বুধবার (১ ফেব্রুয়ারি) দেশেই আটকা পড়েছেন এই বর্ষসেরা টেস্ট খেলোয়াড়।


জানা গেছে, ভিসা জটিলতার কারণে সিডনি থেকে খাজাকে ছাড়াই দেশ ছাড়তে হয়েছে প্যাট কামিন্স বাহিনীকে। ধারণা করা হচ্ছে,  মেলবোর্নে গিয়ে নিজের পাসপোর্ট সংগ্রহ করে ভিসাসংক্রান্ত ঝামেলা মিটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রওনা হবেন তিনি।


সামাজিকমাধ্যমে একটি মিমি দিয়ে এই বিব্রতকর অবস্থার কথা জানান অজি তারকা। তিনি বলেন, ‘আমার ভারতীয় ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করছি এভাবে...।’


এর আগে গত মাসের শুরুতে ভিসার কাগজপত্র জমা দেন খাজা। ১৭ জনের দলের একমাত্র সদস্য হিসেবে তারই ভিসা আটকে গেছে। 

নিউকর্প রিপোর্ট করেছে, ভারতীয় সরকার খাজার ভিসা বিলম্বিত করেছে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা, সমস্যার সমাধান হবে দ্রুত।


জেবি/এসবি