সংসদে যৌন হয়রানি, ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অস্ট্রেলিয়ার সংসদের বিভিন্ন দপ্তরে যৌন হয়রানির ঘটনায় ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
প্রায় এক বছর
আগে প্রথম ধর্ষণের অভিযোগ এনেছিলেন সংসদের কর্মী ব্রিটনি হিগিনস।
মঙ্গলবার
(৮ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়। ব্রিটানি হিগিন্স
নামের ওই নারী ছাড়াও দেশটির পার্লামেন্টে আরও যারা যৌন নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন
তাঁদের কাছেও ক্ষমা চাওয়া হয়। খবর বিবিসি ও আল জাজিরার।
পার্লামেন্টে
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখানে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাগুলোর
জন্য আমি মিসেস হিগিন্সের কাছে দুঃখ প্রকাশ করছি। যে জায়গাটি নিরাপত্তাপূর্ণ জায়গা
হওয়ার কথা ছিল, তা একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’
তিনি
আরও বলেন, ‘আমি সবকিছুর জন্যই দুঃখিত। মিসেস হিগিন্স এবং তাঁর আগে...যারা এখানে নিপীড়িত
হয়েছেন তাঁদের কথা বলার সাহস ছিল বলেই আজ আমরা এখানে আসতে পেরেছি।’
এ
সময় হিগিন্স, দেশটির দুই মন্ত্রীর সাবেক কর্মী, বিরোধীদলীয় নেতা এবং অন্যান্যরা হাউস
অফ রিপ্রেজেন্টেটিভসের পাবলিক গ্যালারিতে উপস্থিত ছিলেন।
২০১৯
সালে এক মন্ত্রীর দপ্তরে ব্রিটনিকে ধর্ষণ করেছিল তারই এক সহকর্মী। ব্রিটনির অভিযোগ,
পার্লামেন্ট ভবনে তাঁরাই এক সহকর্মী
দ্বারা ধর্ষণের শিকার হন। পরে তিনি মামলা দায়ের করলে, তাঁর মামলাটি দেশজুড়ে ব্যাপক
আলোচনার জন্ম দেয়। মামলায় অভিযোগ করা হয় দেশটির পার্লামেন্টে একটি ‘বয়েজ ক্লাব’
সংস্কৃতি গড়ে উঠেছে যেখানে নারীদের ব্যাপকহারে যৌন হয়রানি করা হয়।
ওআ/