এবারের বই মেলায় রকিবুল আমিনের ‘ঘোড়ার ডিম’


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০৩:১৬ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৩


এবারের বই মেলায় রকিবুল আমিনের ‘ঘোড়ার ডিম’
রকিবুল আমিন

শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা- ২০২৩। প্রতি বারের মতো এবারো প্রকাশিত হয়েছে পাঠক নন্দিত লেখক রকিবুল আমিনের গল্পের বই ‘ঘোড়ার ডিম’।


বইটি প্রকাশ করেছে দেশের নামি প্রকাশনা সংস্থা সময় প্রকাশন। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৩০ নম্বর প্যাভিলিয়নে। প্রচার বিমুখ এই লেখক সব সময় থেকে যান প্রচারের অন্তরালে। তিনি চান ব্যক্তি লেখক নয়,পাঠকরা পরিচিত হোক তার লেখার সাথে। 


বই প্রসঙ্গে রকিবুল বলেন, ‘ঘোড়ার ডিম’ বইটি পড়ে পাঠকরা যেমন আনন্দ পাবে, ঠিক তেমনি মন খারাপের ভেলায় চড়ে কল্পনায় ভেসে বেড়াবে। আবার কখনো কখনো ভূতের ভয়ে কাচুমাচু হয়ে থাকবে। 


তিনি আরও বলেন, করোনার কারণে অনেক পরিবার নানা রকম সমস্যায় পড়েছেন। কোন কোন পরিবার পথেও বসে গেছেন। এসব পরিবারের ছোট সদস্যদের অবস্থা কি, তাদের ভূমিকা কেমন হওয়া উচিত তা এ বইয়ের ‘বাবার জন্য প্রার্থনা’ গল্পে সে কথাই উঠে এসেছে। মোট কথা পাঠকদের বইটি ভালো লাগবেই।


উল্লেখ্য, লেখকের এটি ১৪ তম বই।