এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেসি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩


এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেসি
লিওনেল মেসি - কিলিয়ান এমবাপ্পে

আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। সম্প্রতি দেশটির ক্রীড়া বিষয়ক দৈনিক ওলে’কে  সাক্ষাৎকারে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। 

সেখানে  আলবিসেলেস্তে সুপার স্টার জানিয়েছেন বিশ্বকাপ ফাইনালে শিরোপা উদযাপনের পর তারা দুজনে কথাও বলেছিলেন।

লিওনেল মেসি বলেন,  'হ্যাঁ, আমরা ম্যাচটি (বিশ্বকাপ ফাইনাল) সম্পর্কে কথা বলেছি। আমার উদযাপন ও আর্জেন্টিনার মানুষদের উচ্ছ্বাস নিয়েও। এমনকি ছুটির সময়টুকু আমি কিভাবে কাটিয়েছিলাম সেটিও। আর কিছু না। কিন্তু এটি ভালো ছিলো, সত্যিই ভালো ছিল।'

এমবাপ্পের সঙ্গে সম্পর্কের ব্যাপারে এই তারকা ফুটবলার আরও বলেন, 'আমি তার দিকটাও চিন্তা করেছিলাম। তাকে বলেছিলাম আমারও একটি ফাইনাল হারতে হয়েছে। যদিও তার কেমন লেগেছিল সেই সম্পর্কে আমি জানতে চাইনি। কি হয়েছিল তাও না। বিশ্বকাপে এমনটা হলে কিছুই করার থাকে না। তাই এটি নিয়েও কথা বলতে চাইনি। তবে কিলিয়ানের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। উল্টো ভালো সম্পর্ক আছে।'

জেবি/এসবি