কোহলির মতোই তিন ফরম্যাটে রাজত্ব করবেন শুভমন: ইরফান পাঠান


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:১৬ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৩


কোহলির মতোই তিন ফরম্যাটে রাজত্ব করবেন শুভমন:  ইরফান পাঠান
ইরফান পাঠান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ ফর্মে ছিলেন ভারতীয় ক্রিকেটার শুভগম গিল। ক্রিকেটের ৩ ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে। শুভমনের দুরন্ত ব্যাটিং দেখার পরে স্থির থাকতে পারেননি ভারতের সাবেক অলরাউন্ডার ইরাফান পাঠান।

ইরাফান বলেন, 'যেভাবে ব্যাটিং করছে শুভমন, তাতে আমি ওর ভক্ত হয়ে উঠেছি। আমি বারংবার বলে আসছি, সব ফরম্যাটে খেলার দক্ষতা রয়েছে শুভমনের। বিরাট কোহলি বহু বছর ধরে সব ফরম্যাটে দাপট দেখিয়ে এসেছে। শুভমনেরও সেরকমই ক্ষমতা রয়েছে।'

তিনি আরও বলেন, 'শুভমন প্রথম সেঞ্চুরি করেছে আগস্টে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ছয়টি সেঞ্চুরি হয়ে গেছে গিলের। সবে শুরু হয়েছে ফেব্রুয়ারি। এই সময়ে বাকিরা চারটি সেঞ্চুরি করেছে।'

 ইরাফান পাঠান জানান, নিজের খেলায় উন্নতি করছে শুভমন। বিভিন্ন ধরনের শট খেলতে দক্ষ শুভমন। পেসারকেও সোজা গ্যালারিতে ফেলতে পারে। হেলিকপ্টার শটও দেখা গেছে শুভমনের ব্যাট থেকে।

এদিকে,  শুভমন প্রসঙ্গে কোহলির কোচ রাজকুমার শর্মা জানান, রোহিত শর্মা-বিরাটের কাছাকাছি পৌঁছাতে বেশি সময় নেবেন না এই তরুণ। শুভমনকে ব্যাটিং করতে দেখে কোহলিও বিরাট-স্তুতি করেছেন। ইনস্টা-স্টোরিতে লিখেছেন ভবিষ্যতের তারকা। শুভমন গিল ভারতীয় ক্রিকেটের নতুন হার্ট থ্রব।

জেবি/এসবি