প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অজি পেসার


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৩৯ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩


প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অজি পেসার
জশ হ্যাজেলউড

ভারতের বিপক্ষে আসন্ন চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তার বাঁ পায়ের অ্যাকিলিস ইনজুরি সময়মতো ঠিক না হওয়ায় প্রথম ম্যাচে খেলা হচ্ছে না অজি এই পেসারের।

হ্যাজেলউডের অনুপস্থিতিতে প্রথম টেস্টের দলে সুযোগ পেতে পারেন পেসার স্কট বোল্যান্ড।  প্রথমবারের মত বিদেশের মাটিতে টেস্ট খেলতে নামবেন তিনি। এখন পর্যন্ত ঘরের মাটিতেই ক্যারিয়ারের সবগুলো টেস্ট খেলা বোল্যান্ড ৬ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন।

আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।প্রথম টেস্ট শুরুর দু’দিন আগে বল হাতে অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন হ্যাজেলউড।

তিনি বলেন, 'এটি সিডনি টেস্টে পাওয়া চোট। ভারী বৃষ্টির পর মাঠ নরম হয়ে যাবার পর বোলিং করেছি। রান-আপ নেয়ার জায়গা খুবই নরম ছিল। টেস্টের জন্য বাড়তি অনুশীলনের কারনে এটি শরীরের সাথে মানানসই হয়নি।'

জেবি/এসবি