টি-২০তে দ্রুততম ৩০০ উইকেটের রেকর্ড গড়লেন অ্যান্ড্রু টাই


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:০৩ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩


টি-২০তে দ্রুততম ৩০০ উইকেটের রেকর্ড গড়লেন অ্যান্ড্রু টাই
অ্যান্ড্রু টাই

টি-টোয়েন্টিতে দ্রুততম ৩০০ উইকেটের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই। অ্যান্ড্রু টাইয়ের স্লোয়ার ফুল টস তুলে মারলেন জেমস বাজলি। লং অন থেকে অনেকটা দৌড়ে ডিপ মিডউইকেটে ক্যাচ নিলেন স্টিফেন এস্কিনাজি। সেই সঙ্গে অস্ট্রেলিয়ান পেসার স্পর্শ করেন দারুণ এক মাইলফলক। সেই সঙ্গে নাম তুললেন রেকর্ড বইয়ে।


টাইয়ের এই রেকর্ডের ফলে ভেঙে দিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের রেকর্ড। ২৯৯ উইকেট নিয়ে গত শনিবার পার্থ স্কর্চার্সের হয়ে ব্রিজবেন হিটের বিপক্ষে বিগ ব্যাশের ফাইনালে খেলতে নামেন টাই।


পার্থ স্টেডিয়ামে প্রথম ইনিংসের ও নিজের কোটার শেষ ওভারে বাজলিকে ফিরিয়ে তিনি ছুঁয়ে ফেলেন মাইলফলক।


জানা গেছে, ৩০০ উইকেটের ঠিকানায় পৌঁছতে ৩৬ বছর বয়সী টাইয়ের লাগল ২১১ ম্যাচ। রশিদের লেগেছিল ২১৩ ম্যাচ। তালিকায় তিন নম্বরে থাকা সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার লেগেছিল ২২২ ম্যাচ। 


অ্যান্ড্রু  টাই রেকর্ড গড়ার দিনটা রাঙিয়েছেন শিরোপা জিতে। ব্রিজবেনকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছে পার্থ স্কর্চার্স।


জেবি/এসবি