বইমেলায় সাংবাদিক মানিক মুনতাসিরের ‘বর্ণহীন চরিত্র’


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩


বইমেলায় সাংবাদিক মানিক মুনতাসিরের ‘বর্ণহীন চরিত্র’
বইমেলায় সাংবাদিক মানিক মুনতাসিরের ‘বর্ণহীন চরিত্র’

অমর একুশে বইমেলাকে ঘিরে প্রকাশ করা হয়েছে সাংবাদিক, লেখক ও কবি মানিক মুনতাসিরের নতুন বই ‘বর্ণহীন চরিত্র’।


টাঙ্গন প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মুখবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রাফিউদ্দীন আহমেদ।


প্রেম, দ্রোহ, ক্ষোভ, সমাজ, সংস্কৃতি, প্রকৃতি ইত্যাদি বিষয়বস্তুকে ঘিরে লেখা এই বইটিতে স্থান পেয়েছে ৬০টি কবিতা।


দৈনিক বাংলাদেশ প্রতিদিনে কর্মরত আছেন মানিক মুনতাসির। তিনি প্রায় দেড় যুগ সাংবাদিকতার সঙ্গে জড়িত। এর আগের মেলায় এই লেখকের প্রবন্ধের বই ‘মুখোশের আড়ালে মুখোশ’ প্রকাশিত হয়, যা মেলায় বেশ সাড়া ফেলে। লেখকের প্রথম বই ‘খবরের কবর’ প্রকাশিত হয় ২০১৬ সালের বই মেলায়।


লেখকের বইসমূহ মেলায় টাঙ্গনের স্টল নম্বর ৩২১ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে পাওয়া যাবে। এ ছাড়া রকমারি ডটকম, প্রথমা ডটকম, বাতিঘর ডটকম, বইফেরি ডটকম ও পিবিএস ডটকমসহ দেশের সকল অনলাইন প্লাটফর্মেও বইটি পাওয়া যাবে।