ফের বর্ণবাদের শিকার ভিনিসিউস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:২৭ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩

ফের বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। রবিবার (৫ ফেব্রুয়ারি)লা লিগায় নাচোর আত্মঘাতী গোলে মায়োর্কার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে শেষ আট ম্যাচে ৩ হারের স্বাদ পেল স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচে হেরে যাওয়ার চেয়ে আলোচনায় আসে বর্ণবাদী আচরণ। বর্ণবাদী আচরণের শিকার হন রিয়াল তারকা ভিনিসিউস। স্ট্রিমিং প্রতিষ্ঠান দাজনের সোশ্যাল মিডিয়াপোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় মায়োর্কার সমর্থকদের একটি অংশ ভিনিসিউসকে ‘বানর’ বলে ডাকছে।
তবে এনিয়ে মায়োর্কার পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এদিকে, মায়োর্কার বিপক্ষে ম্যাচে ১০ বার ফাউলের শিকার হন ভিনিসিউস। তবে ক্লাবের ম্যানেজার একটি রেডিও সাক্ষাৎকারে জানান, মাঠে তার দলের ফুটবলাররা ইচ্ছাকৃতভাবে টার্গেট করেননি ভিনিসিউসকে।
এদিকে এর আগেও কমপক্ষে তিন দফায় লা লিগার ম্যাচে বর্ণবাদের শিকার হন ভিনিসিউস। এ নিয়ে গত ডিসেম্বরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন ভিনিসিউস। তিনি বলেছিলেন, বর্ণবাদ নিয়ে কিছুই করছে না লা লিগা।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ও ভিনিসিউসের সতীর্থদের অনেকেও নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছেন।
জেবি/এসবি