সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪২ এএম, ৭ই ফেব্রুয়ারি ২০২৩


সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর
মুহাম্মদ আলী

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মুহাম্মদ আলী (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 


সোমবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা  ঘটনা ঘটে। 


এ ঘটনায় মোটরসাইকেল আরোহী হারুন মিয়া (৪০) আহত হয়েছেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামের মুহাম্মদ আলী চাচাতো ভাই হারুন মিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে দিগপাইত যাচ্ছিলেন। পথে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন তারা। এতে ঘটনাস্থলেই মুহাম্মদ আলীর মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যান।


সরিষাবাড়ী থানার এসআই মোহাম্মদ মুর্শিদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।