দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছে সরকার: সেলিম


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৪ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩


দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছে সরকার: সেলিম
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রামনগর (উত্তর) উচ্চ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


সোমবার(৬ ফ্রেরুয়ারী)সকালে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম শামছুল হুদা।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা অ্যাডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম।


ক্রীড়ানুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন , সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আকন্দ প্রমুখ।


এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন,ছাত্র ছাত্রীদের শৈশব,কৈশোরের আবেগ উচ্ছ্বাস ও প্রানবন্ত খেলাধুলার মানোন্নয়ন এবং তাদের শারিরীক ও মানসিক উৎকর্ষকতা বৃদ্ধির লক্ষ্যে এই ক্রীড়া প্রতিযোগিতা।দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছে শেখ হাসিনা সরকার।নারী শিক্ষা প্রসারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি। উৎসবমুখর পরিবেশে আমরা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছি।