নারী আইপিএলের নিলাম ১৩ ফেব্রুয়ারি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৩৭ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩


নারী আইপিএলের নিলাম ১৩ ফেব্রুয়ারি
টুর্নামেন্ট শুরু হবে ৪ মার্চ

অবশেষে ওমেন্স প্রিমিয়ার লিগের (নারী আইপিএল) নিলামের তারখি ঘোষণা করা হয়েছে। নিলাম হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আর টুর্নামেন্ট শুরু হবে ৪ মার্চ। আর ২৬ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।


মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আইপিএলের চেয়ারম্যান অরুন ধুমাল টুর্নামেন্টের এই সূচি বিষয়ে নিশ্চিত করেছেন।


জানা গেছে,  ৫টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হবে ২২ দিনের এই টুর্নামেন্ট। এর আগে নিলামে ৫টি কোম্পানির কাছে ফ্রাঞ্চাইজি স্বত্ব বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিলাম থেকে মোট ৪,৬৬৯.৯৯ কোটি রুপি পেয়েছে বিসিসিআই।


সবচেয়ে বেশি টাকা দিয়ে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন। ১,২৮৯ কোটি রুপি খরচ করে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে আদানি স্পোর্টসলাইন।


অবশিষ্ট থেকা ৪ দলের মধ্যে ৩টির মালিকানা পেয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স (৯১২.৯৯ কোটি রুপি), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৯০১ কোটি রুপি) ও দিল্লি ক্যাপিটালস (৮১০ কোটি রুপি)। আর ৭৫৭ কোটি রুপি দিয়ে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনেছে কেপ্রি গ্লোবাল হোল্ডিংস।


নারী আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে চওড়া দামে। মিডিয়া স্বত্ব থেকে ৯৫১ কোটি টাকা পেয়েছে বিসিসিআই।


জেবি/এসবি