তামিম ইকবালের ইনজুরি নিয়ে যা বললেন সুজন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:১৫ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩


তামিম ইকবালের ইনজুরি নিয়ে যা বললেন সুজন
তামিম ইকবাল

চলমান বিপিএলের নবম আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলতে গিয়ে চোটাক্রান্ত হন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। 


তার ইনজুরির আপডেট বিপিএল খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন জানান, কুচকির পুরোনো চোট নিয়ে তামিম ইকবাল একটু সমস্যায় আছে। আমাদের ফিজিও এবং জাতীয় দলের ফিজিও তাকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন। সামনে আমাদের ইংল্যান্ড সিরিজ আছে। বিপিএলে বাকি ম্যাচে খেললে হয়তো তার সমস্যা হতে পারে। 


মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে অনুশীলন শেষে জাতীয় দলের পরিচালক  আরও জানান, যদিও ফ্র্যাঞ্চাইজি তামিমকে পয়সা খরচ করেই দলে নিয়েছে। তারাও তামিম ইকবালের কাছ থেকে সেরা সার্ভিসটাই চায়। কিন্তু আগে আমাদের দেশ। তারপর ফ্র্যাঞ্চাইজি।


খালেদ মাহমুদ সুজন বলেন, তাছাড়া আমাদের যেহেতু বিপিএলের প্লে-অফে খেলার সুযোগ নেই। তাই তামিম ইকবালকে নিয়ে আমরা রিক্স নেব না। যেহেতু আগামী মাসেই ইংল্যান্ড সিরিজ।