ভূমিকম্পে প্রাণ গেল তুরস্কের ফুটবলারের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:১২ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক ও সিরিয়ায় সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্কের ফুটবলার আহমেত ইয়ুপ তুরকাসলানের প্রাণহানি হয়েছে।
জাগা গেছে, ইয়েনি মালত্যাসপোর ক্লাবের গোলরক্ষক ছিলেন আহমেত ইয়ুপ। সামাজিকমাধ্যম টুইটারে ক্লাবটি একটি পোস্ট করেছে।
পোস্টে লিখেছে, 'আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাসলান ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আমরা আপনাকে ভুলব না। আপনার শান্তি কামনা করি।'
তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোর। সেখানে ২০২১ সালে যোগদানের পর ক্লাবটির হয়ে ছয়বার খেলেছেন ২৮ বছর বয়সী এ ফুটবলার।
জেবি/এসবি