মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা স্থগিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সাড়ে ১৬হাজারের বেশি মানুষ নিহতসহ অসংখ্য মানুষ আহত হওয়ার প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবারের (৯ ফেব্রুয়ারি) পদযাত্রা স্থগিত করেছে বিএনপি।
বুধবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে মোবাইলে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সৈয়দ প্রিন্স জানান, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির আজ বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
জানা গেছে, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কেই ১২ হাজার ৩৯১ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়ার সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মারা গেছেন প্রায় চার হাজার বেশি মানুষ।
জেবি/এসবি