বিপিএলে ভাষা শহীদদের স্মরণ করলেন পাকিস্তানিরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৩

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকল ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ পোশাক পড়েছেন। ক্রিকেটারারা বাহুতে দেখতে পাওয়া যায় বর্ণমালা সম্বলিত কালো ব্যাজ।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন প্রাণ দেন ভাষার জন্য । তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকতসহ আরো অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।
১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। আজ পাকিস্তানি খেলোয়াড় এবং ধারাভাষ্যকারদেরও কালো ব্যাজ/পোশাক পরতে দেখা গেল।
বিসিবির ঘোষণা অনুযায়ী, ধারাভাষ্যকারগণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ইতিহাস ও গুরুত্ব নিয়ে খেলা চলাকালীন আলোচনা করবেন। এছাড়া ম্যাচের আগে ও পরে সম্ভব হলে খেলোয়াড়দের সাক্ষাতকার নেওয়া হবে বাংলায়। সেইসঙ্গে খেলা চলাকালীন মাঠে অবস্থিত এল ই ডি বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শিত করতে দেখা যাবে।
আরএক্স/