নারী আইপিএলের নিলাম আজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৩৬ পিএম, ১৩ই ফেব্রুয়ারি ২০২৩

প্রথমবারের মতো নারী আইপিএল আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) হতে যাচ্ছে নারী আইপিএলের নিলাম।
নারীদের আইপিএলে নিলামে উঠবেন ৪০৯ জন ক্রিকেটার। তার মধ্যে ২৪৬ জন ভারতীয়। ১৬৩ জন বিদেশি। এছাড়া আট জন সদস্য দেশের ক্রিকেটারও রয়েছেন।
ক্রিকেটারদের সর্বোচ্চ বেস প্রাইস রয়েছে ৫০ লক্ষ টাকা। এছাড়া ৪০ লক্ষ, ৩০ লক্ষ এবং ১০ লক্ষের বেস প্রাইসও থাকছে।
২৪ জন ক্রিকেটার সর্বোচ্চ বেস প্রাইসের তালিকায় রয়েছেন। তার মধ্যে হরমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা ও এলিস পেরিরা রয়েছেন। বাংলাদেশ থেকে এই তালিকায় আছেন ৯ জন ক্রিকেটার।
নারী আইপিএলের একটি দলে সর্বনিম্ন ১৫ এবং সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার থাকতে পারেন। সর্বনিম্ন ৯ কোটি টাকা ব্যয় করতে হবে। একটি দলে সবচেয়ে বেশি ৬ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারবে।
জেবি/এসবি