উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩


উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল
উচ্ছ্বসিত ব্রাজিলের যুবারা

অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে  চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। ১২তম বারের মতো কোপার শিরোপা নিজেদের করে নেয় ব্রাজিলের যুবারা।


সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এস্তাদিও এল ক্যাম্পেইন স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। এই ম্যাচে জিততেই হত ব্রাজিলের, তবে ড্র হলে ট্রফি উঠত উরুগুয়ের হাতে। এমন সব পরিসংখ্যান নিয়ে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ব্রাজিলের যুবারা।


তবে ফাইনালে মাঠে নেমে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও উরুগুয়ের রক্ষণ ভেদ করতে পারছিল না সেলেসাওরা। 


অবশেষে  ৮৪ মিনিটে মিডফিল্ডার আন্দ্রে সান্তোসের গোলে এগিয়ে যাওয়ার পর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে পেদ্রোর গোলে জয়ের উল্লাসে মাতে ব্রাজিল শিবির। 


ফলে কাতার বিশ্বকাপে সিনিয়রদের ব্যর্থতা যুব কোপা আমেরিকায় কিছুটা হলেও লাঘব করল ব্রাজিলের যুবারা।


জেবি/এসবি